*** প্রত্যেক মুসলমানের দ্বীনের জ্ঞান অন্বেষণ করা ফরজ ***
*** প্রত্যেক মুসলমানের উচিত দ্বীনের জ্ঞান অন্বেষণ করা ***
*** প্রত্যেক মুসলমানের দ্বীনের জ্ঞান অন্বেষণ করা ফরজ ***
*** প্রত্যেক মুসলমানের দ্বীনের জ্ঞান অন্বেষণ করা ফরজ***
জামিয়ার প্রতিষ্ঠা ও পরিচিতি: জামিয়াতুন নূর আলইসলামিয়া নারায়ণগঞ্জ। একটি ইসলামি শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান। কুরআন সুন্নাহ ও দ্বীনী ইলম চর্চায় নতুন গতির সঞ্চার ও দ্বীনী শিক্ষার্থীদের মাঝে বহুমুখী যোগ্যতা সৃষ্টি যার অন্যতম লক্ষ্য। ১৪১৩ হিজরী মোতাবেক ২০১৩ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দাসেরগাও (পরিবর্তিত নাম 'নূরবাগ) নামক গ্রামে এই জামিয়ার পথচলা শুরু। প্রথমে একটি মসজিদ ও কিছু টিনসেড ভবন দিয়ে জামিয়ার শিক্ষাকর্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে 'দারুল হিকমাহ' নামে ছয় তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। যার ভিত্তি প্রস্তর স্থাপন করেন শাইখুল হাদীস আল্লামা আহমাদ শাফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এবং 'দারুল হিকমাহ' এর উদ্বোধন করেন উপমহাদেশের বিখ্যাত দুইজন আলেমে দ্বীন, মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ও হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম। বিশিষ্ট ব্যবসায়ী, দ্বীনদরদী আলহাজ্ব হারুনুর রশীদ সাহেব (রহমাতুল্লাহি আলাইহি) তার অর্থায়নে এলাকার দ্বীনদার মুসলমানদের সঙ্গে নিয়ে এ প্রতিষ্ঠানের জমি খরিদ ও স্থাপনা নির্মাণ শুরু করেন। তিনি অত্যন্ত সুনামের সাথে ওফাত পর্যন্ত এর সভাপতির দায়িত্ব পালন করে গিয়েছেন। তাঁর ওফাতের পর তাঁরই সুযোগ্য সন্তান, শিক্ষানুরাগী ও দ্বীনদরদী জনাব এম এম আমিনুর রহমান সাব্বির সাহেব জামিয়ার মুতাওয়াল্লী হিসাবে বৈষয়িক উন্নয়ন ও ব্যবস্থাপনায় ঐকান্তিকতার সাথে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এটি দেশের বরেণ্য ও আস্থাভাজন আকাবির আলেমগণের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে