ভর্তির তারিখ:
ভর্তি সংক্রান্ত তথ্যাবলি ১০-১৫ রমজান ও ৭-৮ শাওয়াল (কোটা খালি থাকা
সাপেক্ষে)
ভর্তির শর্তাবলি:
ইনশাআল্লাহ, আগামী ১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষে জালালাইন জামাত
ব্যতীত মিশকাত পর্যন্ত সকল জামাতে সীমিত সংখ্যক ছাত্র ভর্তি করা হবে।
ভর্তিচ্ছু শ্রেণির পূর্বের শ্রেণির কিতাব ও বিষয়াবলির লিখিত ও মৌখিক
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পূর্বের মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল বা প্রত্যয়নপত্র সাথে আনা।
প্রতিষ্ঠানের নেযামুল আওকাত এবং তরবিয়তভিত্তিক অন্যান্য নিয়ম-কানুন
যথাযথ মেনে চলার অঙ্গীকারাবদ্ধ হওয়া।
দাখেলার জন্য জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর ফটোকপি এবং সদ্যতোলা
দুইকপি পাসাপোর্ট সাইজ ছবি জমা দেওয়া।
উল্লেখ্য যে, জামিআতুন নূর শুধু ঐ সকল তালিবানে ইলমকে স্বাগত জানায়,
যারা আসলাফ ও আকাবিরের নমুনায় দ্বীনী ইলমের জন্য জীবন উৎসর্গ করতে
বদ্ধপরিকর। আর যারা পার্থিব উচ্ছাভিলাসের বাইরে গিয়ে যুগের চাহিদা
মোতাবেক উম্মাহর মাঝে ইসলামের যথাযথ খেদমত করতে আগ্রহী।