১. তালীম, তরবিয়ত ও ইনতেযামী বিষয়াদি মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকার সম্মানিত মুদীর ছাহেবের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।
২. জামিআর রয়েছে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে উলূমুল হাদীস, ফিকহ ও ইফতাসহ বিভিন্ন বিষয়ে ফারিগুত তাহসীল অভিজ্ঞ ও যোগ্য একদল ওলামায়ে কেরামের সমন্বিত আসাতিযায়ে কেরাম।
৩. উচ্চস্তরের পড়াশোনা ও তাহকীকের লক্ষ্যে প্রয়োজনীয় প্রায় সকল কিতাবাদিতে সমৃদ্ধ একটি বড় মাকতাবা। যা সকল ছাত্র-শিক্ষকের জন্য উন্মুক্ত।
৪. জামাতভিত্তিক পৃথক লাইব্রেরি। যা সংশ্লিষ্ট জামাতের কিতাবাদির তাহকীকী শুরূহাত ও তালিবে ইলমের ফিকরি ও তরবিয়তি তারাক্কির জন্য সহায়ক কিতাবাদিতে সমৃদ্ধ।
৫. নির্ধারিত নেসাবের বাইরেও উস্তাদদের তত্ত্বাবধানে বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় অতিরিক্ত মুতালাআর ব্যবস্থা।
৬. তালিবে ইলমের ফিকরি ও আখলাকি উন্নতির জন্য নানামুখী প্রচেষ্টা।
৭. সাধারণ ছুটির পরিমাণ কমিয়ে ভারসাম্য বজায় রেখে নেসাব শেষ করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ।
৮. পৃথক পৃথক শ্রেণিকক্ষ ও আবাসন।
৯. বিভিন্ন বিষয়ে ইলমী মুহাযারা প্রদান।
১০. উপরের শ্রেণির ছাত্রদের জন্য কম্পিউটার শেখার ব্যবস্থা।
১১. জামিয়ার রয়েছে নিজস্ব সীমানায় সুবিশাল খেলার মাঠ। যা সকল ছাত্রদের জন্যই উন্মুক্ত।