অনুগ্রহ করে অপেক্ষা করুন...
দক্ষ শিক্ষক
হোস্টেল সুবিধা
লাইব্রেরি
দৃঢ় নিরাপত্তা
নেসাব পরিকল্পনা:

জামিআতুন নূর "উলূমে আ'লিয়া" তথা তাফসীর, হাদীস, সীরাত, ফিকহ ও তারীখের উপর অধিক গুরুত্ব প্রদান করতে চায়। এজন্য দাওরায়ে হাদীস পর্যন্ত বর্তমানে প্রচলিত শিক্ষা কালিকুলামের চেয়ে এখানে দুই-তিন বছর অতিরিক্ত সময় প্রয়োজন হবে। যার মধ্যে কমপক্ষে এক বছর শুধু তাফসীরের জন্য বরাদ্দ থাকবে। যাতে জালালাইন ছাড়াও তাফসীরের বড় বড় কিতাবাদি থেকে পাঠদান করা হবে। আর সীরাত ও তারীখের প্রয়োজনীয় আরো কিতাবাদিও এর নেসাবভুক্ত আছে। এছাড়া হাদীসের কিতাবগুলো যথাযথ অধ্যয়নের লক্ষ্যে নিকট ভবিষ্যতে দু' বছর মেয়াদী দাওরায়ে হাদীস জামাত চালু করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি তাফসীর, হাদীস ও ফিকহের সংশ্লিষ্ট অধ্যায়গুলো সময়ের সাথে মিলিয়ে পড়ানোর প্রচেষ্টা রয়েছে। আর এ সময়ের শিক্ষিতসমাজের কাছে দাওয়াতী কাজ করার সুবিধার্থে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত ইংরেজি পড়া ও লেখাও নেসাবভুক্ত করা হয়েছে। এছাড়া যুগের ভাষা বুঝার লক্ষ্যে একটি স্তর পর্যন্ত আধুনিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ও এর পরিকল্পিত নেসাবের অন্তর্ভুক্ত রয়েছে।

জামিয়ার ভবিষ্যত পরিকল্পনা::

  • বর্তমানে অত্র জামিয়ায় মেশকাত পর্যন্ত কিতাব বিভাগের শিক্ষাকার্যক্রম চলমান।
  • আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওফীক শামেলে হাল হলে যাবতীয় ওসায়েলের ইন্তেজামের পর দাওরায়ে হাদীস জামাত ও ইনশাআল্লাহ খোলা হবে।
  • যুগ চাহিদা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের স্বীনি খিদমতের জন্য মানসম্মত নানান প্রকল্প চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে।
  • প্রয়োজনীয় বিষয়গুলোর উপর তাখাসসুস তখা উচ্চতর গবেষণামূলক বিভাগ চালু করা।
  • গণমানুষের ফিকহী মাসায়েলের জবাবের জন্য দারুল ইফতা চালু করা।
  • সমৃদ্ধ ইলমি মাকতাবা প্রতিষ্ঠা।
  • মুরানী, নাজেরা ও হিফজ বিভাগের জন্য সকল বৈষয়িক সুবিধাসহ পৃথক ভবন নির্মাণ।
  • একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা এবং মানবসেবার ব্যবস্থাপনাকে আরো ত্বরানিত্ব, প্রসারিত ও সুসংহত করা।
  • জামিয়ার শিক্ষাকার্যক্রমের উন্নতির লক্ষ্যে উস্তাদদের জন্য আবাসন ব্যবস্থা করা।
  • উপরের জামাতের ছাত্রদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।
  • আমরা খুশির সাথে ঘোষণা করতে চাই যে, আল্লাহ পাকের মেহেরবানীতে অত্র জামিয়া চলতি শিক্ষাবর্ষ থেকে মুরব্বীদের তত্ত্ববধানে তার তালীম, তরবিয়াত ও ইপ্তিজামী কার্যক্রমে সংস্কারের মাধ্যমে তারাকীয় পথে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ এধারা অব্যাহত থাকবে। এবং আকাবিরের তরযে মুখলিস, মুতকিন ও মানুষের প্রতি দরদী আলেমে দ্বীন তৈরীর জন্য জামিয়ার সম্মানিত সভাপতি সাহেব ও মুতাওয়াল্লী সাহেবের পাশাপাশি সকল উদ্ভায-স্টাফগণ তাদের সর্বাত্মক সম্ভাব্য মেহনত প্রদানে প্রস্তুত রয়েছেন।

দুআর দরখাস্ত: আমরা আহলে ইলম ও বিজ্ঞজনদের ইলমি সহযোগিতা ও সার্বিক পরামর্শ চাচ্ছি এবং সকল দ্বীনদার মুসলমানদের নিকট প্রতিষ্ঠানের কবুলিয়্যাতের দোয়ার দরখাস্ত পেশ করছি। দয়াময় আল্লাহ তায়ালা আমাদেরকে যীনের খেদমতে কবুল করুন ও অবদান রাখার তাওফিক দান করুন। আমিন