অনুগ্রহ করে অপেক্ষা করুন...
দক্ষ শিক্ষক
হোস্টেল সুবিধা
লাইব্রেরি
দৃঢ় নিরাপত্তা
হিফজুল কুরআন বিভাগ:

এই বিভাগে তিন বছরে হিফজ পুরোপুরি শেষ করার পূর্ণ প্রচেষ্টা থাকে। এজন্য হিফজ বিভাগে আমাদের নিম্নোক্ত প্রচেষ্টা সমূহ চলমান আছে:
❖ তাজভীদ ভিত্তিক বিশুদ্ধ উচ্চারণের তালীম।
❖ সর্বোচ্চ তিন বছরের মধ্যে হিফজ সম্পন্নের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হয়। সে জন্য শুরু থেকেই তালিবে ইলমের অগ্রগতি নিয়মতান্ত্রিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়।
❖ অভিজ্ঞ ও দক্ষ হুফফাজদের মাধ্যেমে তেলাওয়াত সুন্দর করার মশক করানো হয়।
❖ কোনো ধরণের প্রহারের পন্থা অবলম্বন না করে উৎসাহদান, ও প্রেরণা সৃষ্টির মাধ্যমে ছাত্রদের উন্নতি ও অগ্রগতির চেষ্টা করা হয়।
❖ দফতরে ইহতেমাম ও দফতরে তালিমাতের পক্ষ থেকে সব বিষয় সরাসরি তত্ত্বাবধান করা হয় এবং লিখিত রিপোর্ট তৈরির মাধ্যমে বাস্তব অবস্থা নিরূপণ ও তা সমাধানের ফিকির করা হয়।
❖ খতমি ছাত্রদের দাওরের পাশাপাশি কিছু সময় ইংরেজি, বাংলা ও উর্দু শেখানো হয়।
❖ প্রতিদিন জোহরের নামাজের পর বিভিন্ন স্তরে ভাগ করে সকল তালিবুল ইলমদের তালীমের ব্যবস্থা।
❖ সকাল-সন্ধ্যা ও আছরের পর মাসনুন দোয়া ও মামুলাতের সম্মিলিত আমল।
❖ রিপোর্ট বইয়ের মাধ্যমে তালিবুল ইলমদের উন্নতি অগ্রগতির অবস্থা অভিভাবকদের অবহিত করন।
❖ সপ্তাহে একদিন কিতাব বিভাগের উস্তাদদের মাধ্যমে তারবিয়াতি ও তালীমি বয়ানের ব্যবস্থা করা হয়