অনুগ্রহ করে অপেক্ষা করুন...

তত্ত্বাবধানে: মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

পরিচালনায় প্রধান দপ্তর:জামিয়াতুন নূর আলইসলামিয়া নারায়ণগঞ্জ

প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও লক্ষ:

প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত ইসলামের বিধি-নিষেধ পালনের জন্য একান্ত প্রয়োজনীয় ইলম শিক্ষা করা সকলের উপর ফরজ। দ্বীনের সঠিক শিক্ষার অভাবে ঈমান-আকীদা ও ইবাদাত থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রেই ছোট-বড় অনেক ত্রুটি থেকে যায়, যা একজন মুসলমানের জীবনে থাকা কোনভাবেই কাম্য নয়। এ কারণে সর্বস্তরের মুসলমানের মাঝে প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার বিস্তার করা অতি জরুরী। সে লক্ষ্যকে সামনে রেখে "মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা'র" তত্ত্বাবধানে জুমাদাল উলা ১৪৪৬ হিজরী মোতাবেক ফেব্রুয়ারি ২০২৪ ঈসায়ী সনে দাসেরগাঁও (পরিবর্তিত নাম: নূরবাগ) "তালীমুদ্দীন একাডেমি নারায়ণগঞ্জ" এর পখ চলা শুরু হয়। আলহামদুলিল্লাহ, এখন দেশের বিভিন্ন স্থানে বিজ্ঞ উলামায়ে কেরামের মাধ্যমে এই খেদমত চলছে।

যাদের জন্য এ প্রতিষ্ঠান:
  • স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকমন্ডলী।
  • সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
  • ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত ও বয়স্ক মুরুব্বিগণ।
  • মেহনতি দিনমজুর ও সাধারণ শ্রমিকবৃন্দ।
  • কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
  • স্কুলগামী শিশু-কিশোর।

মোটকথা এ প্রতিষ্ঠানটি বয়স ও পেশা নির্বিশেষে সর্বস্তরে মুসলিম নর-নারীর জন্য, যাদের কোন দ্বীনি মাদরাসায় নিয়মতান্ত্রিক পড়াশোনা করে ইলমে দ্বীন অর্জন করার মত সময় ও সুযোগ নেই।

চলমান শিক্ষা কার্যক্রম:
  • কুরআন মাজীদের সহীহ-শুদ্ধ তেলাওয়াত শেখানো।
  • সহজ সরল ভাষায় তাজবীদ শিক্ষাদান।
  • প্রথম দিন থেকেই নামায সহীহ করার লক্ষ্যে সূরা ফাতিহাসহ পাঁচটি সূরা ও নামাযের অধিক গুরুত্বপূর্ণ দুআসমূহের মশক।
  • নামাযের দুআ, নামায পরবর্তী দুআ ও সকাল-সন্ধ্যার দুআসহ বিভিন্ন সময় ও কাজে পঠিতব্য মাসনূন দুআসমূহ শিক্ষাদান।
  • হাতে-কলমে অজু, নামায শেখানো।
  • গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েলের পাঠদান। সহজ সরল ভাষায় আমাদের নবীজি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী ও সীরাত পাঠদান।
  • বিভিন্ন মৌসুম ও উপলক্ষ্যকে কেন্দ্র করে বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন।
  • ইবাদাত, মুআমালাত, মুআশারাত ও আখলাক সুন্দর করার লক্ষ্যে প্রতি শিফটে আলোচনার ব্যবস্থা।
  • এক দুই মাস অন্তর শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে দ্বীনি মাহফিলের আয়োজন।