প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত ইসলামের বিধি-নিষেধ পালনের জন্য একান্ত প্রয়োজনীয় ইলম শিক্ষা করা সকলের উপর ফরজ। দ্বীনের সঠিক শিক্ষার অভাবে ঈমান-আকীদা ও ইবাদাত থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রেই ছোট-বড় অনেক ত্রুটি থেকে যায়, যা একজন মুসলমানের জীবনে থাকা কোনভাবেই কাম্য নয়। এ কারণে সর্বস্তরের মুসলমানের মাঝে প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার বিস্তার করা অতি জরুরী। সে লক্ষ্যকে সামনে রেখে "মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা'র" তত্ত্বাবধানে জুমাদাল উলা ১৪৪৬ হিজরী মোতাবেক ফেব্রুয়ারি ২০২৪ ঈসায়ী সনে দাসেরগাঁও (পরিবর্তিত নাম: নূরবাগ) "তালীমুদ্দীন একাডেমি নারায়ণগঞ্জ" এর পখ চলা শুরু হয়। আলহামদুলিল্লাহ, এখন দেশের বিভিন্ন স্থানে বিজ্ঞ উলামায়ে কেরামের মাধ্যমে এই খেদমত চলছে।
মোটকথা এ প্রতিষ্ঠানটি বয়স ও পেশা নির্বিশেষে সর্বস্তরে মুসলিম নর-নারীর জন্য, যাদের কোন দ্বীনি মাদরাসায় নিয়মতান্ত্রিক পড়াশোনা করে ইলমে দ্বীন অর্জন করার মত সময় ও সুযোগ নেই।