প্রত্যেক শিক্ষার্থীর জন্য আল্লাহ তাআলার তাওফিকের সাথে এই কেন্দ্রের সমস্ত নিয়ম-কানুন এবং নির্দেশাবলী মেনে চলা আবশ্যক। বিশেষভাবে নিম্নলিখিত বিষয়গুলোতে মনোযোগ দেওয়া জরুরি:
তাকে সব সময় আহলে সুন্নাহ ওয়াল জামাআহর পন্থার সাথে সম্পূর্ণভাবে আঁকড়ে থাকতে হবে, তা আকিদা, শরিয়াহ, ফিকহ, ব্যাখ্যা, তাফসির বা এই পন্থার দিকে আহ্বান এবং এর বিপরীত অবস্থানের নিন্দা জানানো—সব ক্ষেত্রেই।
সব শরিয়তসম্মত বিধান পালন করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।
সমস্ত নামাজ জামাতে আদায় করতে হবে।
উত্তম আদর্শ এবং রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহর বিরোধী কোনো কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।
মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে। এগুলো হাতে, পকেটে বা ব্যাগে রাখা যাবে না। এমন কোনো ডিভাইস বহন করলে তা কেন্দ্রে ভর্তির শর্ত ভঙ্গ করবে।
যদি কোনো শিক্ষার্থী কেন্দ্রে এরকম কিছু বহন করার খবর জানে, তাহলে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে, তবে তা বন্ধ করে দিতে হবে।
দাওয়াহর মহাপুরুষদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
কেন্দ্রের সমস্ত নিয়ম ও শৃঙ্খলা যথাযথভাবে মানতে হবে।
সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
শিক্ষকদের বা কেন্দ্রের দায়িত্বশীলদের প্রতি কোনো অসদাচরণ করা যাবে না।
কেন্দ্রের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না।
অধ্যয়নরত অবস্থায় কোনো কাজের (যেমন, ইমামতি বা শিক্ষকতা) অনুমতি নিতে হবে।
নিজ চরিত্র গঠন এবং আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে।
মাকতাবার কিতাবের যত্ন নিতে হবে এবং কোনো কিছু নষ্ট হলে তা ক্ষতিপূরণ দিতে হবে।
নিজের দেহ, পোশাক, বাসস্থান এবং কেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
আবাসিক জীবনের নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং অন্যের বিশ্রাম বা সময় নষ্ট হয় এমন কিছু করা যাবে না।
কেন্দ্রের বাইরের কোনো কিতাব অধ্যয়নের প্রয়োজন হলে শিক্ষকের পূর্ব অনুমতি নিতে হবে।
নির্ধারিত সময়ে কেন্দ্রের আর্থিক দায়িত্বগুলো পূরণ করতে হবে এবং প্রশাসনকে এটি আদায়ের জন্য অনুরোধ করতে বাধ্য করা যাবে না।
কতৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তথ্য, চিত্র বা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সহপাঠীদের সঙ্গে আর্থিক লেনদেন বা ঋণ দেওয়া-নেওয়া করা থেকে বিরত থাকতে হবে।
উপরোক্ত নিয়মাবলী মানতে ব্যর্থ হলে জামিয়ায় অধ্যয়নের যোগ্যতা বাতিল হতে পারে।